শাহজালালে টয়লেট থেকে ৭ কেজি স্বর্ণ উদ্ধার !

0
34

নিউজ ডেস্ক:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের টয়লেট থেকে প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে এগুলো উদ্ধার করা হয়।ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচএম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টায় একটি এয়ারওয়েজের টয়লেটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়।জব্দ হওয়া স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানান আহসানুল কবীর।