রাকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারী বাড়িতে ২৫ বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালনের ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালনের কর্মসূচী গ্রহন করেছে ।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সাল থেকে ১৮৯৬ সাল পর্যন্ত জমিদারী দেখারশুনার জন্য শাহজাদপুর কাছারী বাড়িতে আসতেন এবং সাময়িকভাবে এখানে বসবাস করতেন ।
কিন্তু শাহজাদপুর তার এতই ভাল লেগেছিল যে, জমিদারী কাজ ছাড়াও বহুবার তিনি এখানে এসেছেন। রচনা করেছেন গান, কবিতা ছোট গল্প ও উপন্যাস প্রভৃতি ।
তৌজির অন্তর্গত ডিহি শাহজাদপুরের জমিদারী একদা নাটোরের রাণী ভবানীর জমিদারীর একটি অংশ ছিল । ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারী নিলামে উঠে । রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তা মাত্র ১৩ টাকা ১০ আনায় কিনে নেন । জমিদারীর সাথে সাথে শাহজাদপুর কাছারী বাড়িটিও ঠাকুর পরিবারের হস্দগত হয় ।
শাহজাদপুর কাছারি বাড়ি ইন্দো- ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত একটি দ্বিতল ভবন ।
ভবনটির দৈর্ঘ ২৬ দশমিক ৮৫ মিটার, প্রস্থ ১০ দশমিক ২০ মিটার এবং উচ্চতায় ৮ দশমিক ৭৪ মিটার । ভবনটির প্রতি তলায় সিড়িঘর ব্যতীত বিভিন্ন আকারের মোট সাতটি করে কক্ষ রয়েছে ।
ভবনটির উত্তর ও দক্ষিনে একই মাপের প্রশস্ত বাড়ান্দা রয়েছে । বারান্দায় গোলাকৃতির জোড়া মাপের থামের উপরাংশে অলংকরন , বড় মাপের দরজা, জানালা ও ছাদের উপরের প্যারাপেট দেয়ালে পোড়ামাটির কাজ বিশেষভাবে লক্ষণীয় । ১৯৬৯ সালে প্রতœতত্ত্ব অধিদপ্তর অত্যান্ত জড়াজীর্ণ অবস্থায় ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষনা করে ।
এক তলা দোতলার ছাদ পুনঃনির্মান সহ অন্যান্য প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে ভবনটি রবীন্দ্র জীবনভিত্তিক আলোকচিত্র ও এ বাড়িতে প্রাপ্ত আসবাবপত্র নিয়ে একটি স্মৃতি জাদুঘরের রুপ দেয়া হয়েছে ।
এই জাদুঘরের আসবাবপত্র সবই রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য । আছে কবি গুরুর পিয়ানো, পাল্কি, খাট, পালং, চেয়ার, টেবিল ইত্যাদি । রবীন্দ্র কাছারী বাড়ি প্রঙ্গনে তৈরী করা হয়েছে অডিটরিয়াম সেখানে প্রততত্ত্ব বিভাগের দপ্তর । রবীন্দ্র কাছারী বাড়ি স্মৃতি জাদুঘরে প্রতি দিন শত শত দেশী বিদেশী দর্শনার্থী আসেন।