বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শার্শায় পিস্তল ও ম্যাগজিন সহ সন্ত্রাসী আটক

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার চটকাপোতা গ্রাম থেকে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ এক সন্ত্রাসীকে আটক করে ছে গোয়েন্দা পুুলিশ
যশোর গোয়েন্দা পুলিশের সুত্রথেকে জানাগেছে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনসহ মোঃ আরিকুল ইসলাম( ২৬) নামে একজন আসামীকে আটক করেছে তারা।  আটক আরিকুল ইসলাম শার্শা  থানার চটকাপোতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের  এস আই মোরাদ হোসেন  জানান,গোপন খবরের ভিত্বিতে মঙ্গরবার রাত  ১২ টার সময়  আসামীর নিজ বাড়ী থেকে আটক করাহয়।আরিকুল এসময় অস্ত্রসহ বাড়ীতে অবস্থান করছিল।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিকুল পালিয়ে যাওয়ার চেষ্টাকরে। কিন্তু গোয়েন্দা পুলিশের টোপে ধরাপড়ে  আরিকুল। পরে তার স্বীকারোক্তিতে বাড়ী  তল্লাশী করে একটি বিদেশী পিস্তাল ও একটি ম্যাগজিন  উদ্ধার করা হয়। তার নামে এর আগেও কয়েকটি মামলা রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠান হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular