এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শার বাগুড়ী বেলতলা আমবাজারে অপরিপক্ক আম ফরমালিন ও কার্বাইড দিয়ে পাকানো ও বিক্রির অপরাধে সাহেব আলী নামে এক অসাধু আম ব্যাবসায়ীর ৭০ ক্যারট আম নষ্ট করার পাশাপাশি ১০হাজার টাকা জরিমানা করেছে স্হানীয় আমবাজার কমিটির নেতৃবৃন্দ।
বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন ও সাধারন সম্পাদক মেহেদী হাসান মিলন জানান, ঢাকার এক অসাধু আম ব্যবসায়ী সাহেব আলী বুধবার সন্ধ্যার দিকে বাইরে থেকে অপরিপক্ক আম কার্বাইড ও ফরমালিন মিশানো প্রায় ৭০ ক্যারট আম পাকিয়ে বাগুড়ী বেলতলা আম বাজারে বিক্রির জন্য নিয়ে আসে।
বিষয়টি বাজার কমিটির নজরে আসলে বাজার কমিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা মিলে আমগুলো জব্দ করে।এসময় সবার উপস্থিতিতে আমগুলো নষ্ট করে পানিতে ফেলে দেওয়া হয় এবং এ অপরাধে সাহেব আলীকে ভবিষ্যতে এমন অপরাধ না করার শর্তে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।