আবু বকর ছিদ্দিক (রনি) শার্শা (যশোর) প্রতিনিধি।। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুস্থতা কামনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাগআঁচড়া হাইস্কুলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি শাহাজান কবিরের সভাপতিত্বে ও বিশিষ্ট বিএনপি নেতা আব্দুল কুদ্দুস বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ছোট, শার্শা উপজেলা মৎসজীবী দলের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সহ- সভাপতি সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার মেম্বর, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর কবির, যুবদল নেতা আলী বাবর বাবু, ছাত্রদল নেতা মাসুদ রানা, আশরাফুল আশা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফিজুর রহমান।