ছোটপর্দার অভিনেতা শামীম হাসান ও অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিয়ের ছবি সম্প্রতি ভাইরাল সামাজিক মাধ্যমে। যেখানে বর-কনে বেশে দেখা যায় দুইজনকে। শামীম হাসান নিজেই নিজের ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করেন। এরপর থেকে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।
অভিনেতার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।
তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’
এদিকে অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। শোনা যায় অহনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে অভিনেতার। এখন নাকি শুধু পর্দায় না, আড়ালেও মন দেওয়া নেওয়া করছেন শামীম-তানিয়া। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।