বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

শাকিব খান আর নিষিদ্ধ নন !

নিউজ ডেস্ক:

শাকিব খান আর নিষিদ্ধ নন। সব নির্মাতার সিনেমাতেই অভিনয় করতে পারবেন। তবে শাকিবকে নিষিদ্ধ করার পরও তাকে নিয়ে সিনেমার শুটিং চালিয়ে যাওয়ায় পরিচালক সমিতির সদস্যপদ বাতিল করা হয় নির্মাতা শামীম আহমেদ রনির। শাকিবের ক্ষমা মিললেও এখনও রনির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি পরিচালক সমিতি।

সোমবার বিকেলে বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন।

এর আগে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, শাকিব খান সম্প্রতি পরিচালক সমিতিকে ‘হেয়’ করে বক্তব্য দিয়েছেন। এর প্রেক্ষিতে সমিতি এ নায়ককে নিয়ে সিনেমা নির্মাণে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু রনি তা আমলে নেননি। এছাড়া যখাযথ সরকারি নিয়ম অনুসরণ না করে বিদেশি শিল্পীকে নিজের ছবিতে অন্তর্ভুক্ত করেছেন। যা পরিচালক সমিতির নিয়মের লঙ্ঘনও বটে। তাই কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর ৫(ক) ধারা অনুযায়ী রনির সদস্যপদ বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত মাসের মাঝামাঝিতে শাকিবকে নায়ক করে পাবনায় শুরু হয় রনি পরিচালিত ‘রংবাজ’-এর শুটিং। সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। ওয়ার্ক পারমিট ছাড়া এতে অভিনয় করছিলেন ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত। এই কারণে শুটিং সেটে পুলিশ হানাও দেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular