বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শরীরে বন্ধ্যাত্ব-ক্যানসার ডেকে আনে জিওল মাছ !

নিউজ ডেস্ক:

রক্তশূন্যতা কিংবা অসুখ-বিসুখে ভুগলে সাধারণত রোগীদের জিওল মাছ খেতে বলা হয়েছে৷কিন্তু গবেষকরা জানাচ্ছেন, এই মাছ এখন সম্পূর্ণ নিরাপদ নয় ৷ জিওল মাছ পেটে গেলে এখন হিতে বিপরীত হতে পারে ৷

শিং, মাগুর, শোল অথবা তেলাপিয়ার মতো জিওল মাছ সাধারনত খাল-বিল-ঝিল-ডোবা-এঁদো পুকুর এমনকী ধানখেতে চাষ করা যায় ৷ গবেষকরা বলছেন, এতেই ঘটছে বিপত্তি৷ এই জলাশয়গুলোতে শিল্পের বর্জ্য পদার্থ এসে বেশি মেশে ৷ ফলে ওই দূষিত জলে মাছ চাষ হলে শরীরে মারণ রোগ থাবা বসানোর সম্ভাবা প্রবল ৷

Similar Articles

Advertismentspot_img

Most Popular