শরীয়তপুরে ৮ হাজার কেজি পলিথিন ব্যবহারের অনুপযোগী করে নিলামে বিক্রি

0
2

শরীয়তপুর পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত প্রায় ৮ হাজার কেজি পলিথিন কেটে ব্যবহার অনুপযোগী করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। গত দুই অর্থ বছরে বিভিন্ন সময় এ পলিথিনসমূহ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।

জেলার পরিবেশ অধিদপ্তর জানায়, গত ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে বিভিন্ন সময় অভিযানের মাধ্যমে ৮ হাজার কেজি পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর।

পরে জব্দ করা পলিথিনগুলো রিসাইকেলের মাধ্যমে পরিবেশ উপযোগী অন্যান্য প্লাস্টিক দ্রব্য তৈরি শর্তে নিলামের মাধ্যমে চট্টগ্রামের শাহজালাল প্যাকেজিং প্রতিষ্ঠানের কাছে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে পলিথিনগুলো কেটে ব্যবহার অনুপযোগী করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে যেসকল পলিথিন জব্দ করা হয়েছিল তা সমন্বিতভাবে গোপালগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলায় নিলাম কার্যকর করা হয়েছে।

আমরা ব্যবহার অনুপযোগী করে সেগুলো ঠিকাদারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিচ্ছি। আগামীতেও আমাদের এই কার্যক্রম চলমান রাখা হবে।