বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

শরিকদের ডেকেছেন খালেদা জিয়া !

নিউজ ডেস্ক:

সার্চ কমিটিতে নাম দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংলাপে অংশ নেওয়া জোট শরিকদের সঙ্গে কথা বলতে চান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এজন্য সংলাপে অংশ নেওয়া শরিক দলের সভাপতি/চেয়ারম্যানদের সাথে গতকাল সোমবার (৩০ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলের মহাসচিবদের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানেই শরিক দলের নেতাদেরকে রাতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসার আহ্বান জানানো হয় বলে বৈঠকসূত্রে জানা গেছে।

বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) মহাসচিব ড. রেদওয়ান আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংলাপে অংশ নেওয়া ২০ দলীয় জোটের শরিকরা আলাদা আলাদা নাম দেবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular