নিউজ ডেস্ক:
খেলার মাঠে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠ ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার কাঁপাচ্ছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামও। ক্রীড়াজগতের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক ছাড়িয়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
মাঠের লড়াইয়ে হরহামেশাই দেখা যায় মেসি-রোনালদোর তুলনা। তবে এখানে রোনালদোর ধারে কাছেও নেই কেউ! সিআর সেভেনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন নেইমার ৭৪ মিলিয়ন ফলোয়ার নিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অবস্থান তাহলে কোথায়? ৭১ মিলিয়ন ফলোয়ার নিয়ে ইন্সটাগ্রামের তিন নম্বরে লিওনেল মেসি।
ইন্সটাগ্রামে বেশ সক্রীয় রোনালদো। মাঠ ও মাঠের বাইরের কিংবা জিমে ওয়ার্ক আউটের চিত্র নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সামনে তুলে ধরেন তিনি। মডেলিংয়ের কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, এমনকি নিজের পছন্দের গাড়ির আপডেটও দিয়ে থাকেন ইন্সটাগ্রামে। শুধু কী তাই? জুনিয়র রোনালদোর সঙ্গে তার যে দারুণ সখ্য, সিআর সেভেন সেটাও সমর্থকদের জানান দেন এই ইন্সটাগ্রামে।
তবে দল হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের অবস্থান কিন্তু দুইয়ে। শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মেসি-নেইমারদের ক্লাবের ফলোয়ার ৫০ মিলিয়ন। আর বেল-রোনালদো-বেনজেমাদের ফলোয়ার সংখ্যা ৪৯ মিলিয়ন।
জিদানের অধীনে গত বছরটা দারুণ কেটেছে রিয়ালের। চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল। এবারও চ্যাম্পিয়ন্স লিগসহ লা লিগার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রোনালদো।
সূত্র : নিউজ ডটকম