বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লোকটি আমার গোপনস্থান চেপে ধরেছিল !

নিউজ ডেস্ক:

শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে অভিনেত্রীকে। ভেতরে ভেতরে ঘৃণাবোধ করেন সমসময়। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বলেন, “আমি জানি, অনেককেই তাদের শৈশবে যৌন হেনস্থার শিকার হতে হয়। বিষয়টা যে তাদের মনে কতখানি গভীর ছাপ রেখে যায়, তা আমি বুঝতে পারি, কারণ আমারও সেই অভিজ্ঞতা হয়েছে।

সমীক্ষা বলে, ভারতে প্রায় ৫০ শতাংশ মানুষকে তাদের শৈশবে কখনও না কখনও যৌন হেনস্থার শিকার হতে হয়। যদিও অধিকাংশ ঘটনাই কোনও দিন পুলিশের খাতায় নথিভুক্ত হয় না। বিভিন্ন বলিউড অভিনেত্রীর স্বীকারোক্তি বিভিন্ন সময়ে জানিয়েছে যে, তাঁরাও অনেক সময়ে তাঁদের শৈশবে যৌন নিগ্রহের সম্মুখীন হয়েছেন।

অনিল কাপুরের কন্যা সেই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ”তখন আমি ১৩-১৪ বছরের নাবালিকা। আমার মনে আছে, বন্ধুরা মিলে গেইটি গ্যালাক্সি থিয়েটারে অক্ষয় কুমার আর রাবিনা ট্যান্ডন অভিনীত একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাদের গ্রুপে আমরা সবাই ছিলাম মেয়ে। আমাদের বন্ধু একতার জন্মদিন ছিল সে দিন। আমার খুব স্পষ্ট মনে আছে দিনটা। হল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে সিঙাড়া কিনতে যাচ্ছিলাম। আমরা মেয়ে-বন্ধুরা যখন এক সঙ্গে রাস্তায় হাঁটতাম, তখন একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটতাম। আর এই সব সময়ে আমি থাকতাম একেবারে ধারে, কারণ আমিই ছিলাম বন্ধুদের মধ্যে সব চেয়ে লম্বা। আমার মনে আছে, আমরা তখন রাস্তা পেরোচ্ছি। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে আমার বুকটা চেপে ধরল। আমার সেই বয়সে স্তন গঠিতই হয়নি। ভয়ের চোটে আমার সারা দেহ কাঁপতে শুরু করেছিল। আমি বুঝতেই পারছিলাম না, কী হচ্ছে আমার সঙ্গে, আমি কাঁদতে শুরু করলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি। চুপচাপ এসে বাকি সিনেমাটা সবার সঙ্গে বসে দেখেছিলাম। ”

সোনম জানিয়েছেন, এই ঘটনা ঘটে যাওয়ার পর দু’-তিন বছর এই বিষয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি। কিন্তু এখন আর তিনি কাউকে পরোয়া করেন না। তিনি সরব হয়েছেন শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে। তিনি মনে প্রাণে চান, আর নিরবে কেউ এমন হেনস্থা মুখ বুজে সইবে না। সবাই তার মতো প্রতিবাদমুখর হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular