রানা আহম্মেদ সরোজগঞ্জ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলা সরোজগঞ্জে রাজু সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধা রাত ৭ টার দিকে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খেলাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, লেখা পড়ার পাশাপাশি খেলা ধুলার বিকল্প নেই আজকের তরুন যুবক ছেলেরা আগামীদিনের ভবিষ্যৎ তারাই পারবে বিশ্বকে জয় করতে কারন তাদের ভূমিকা অনেক। যুবক ছেলেরা মাদক মুক্ত থাকতে হবে পড়া লেখার পতি মনোযোগ থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন,চুয়াডাঙ্গা সদর থানার বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম।
শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দীন রুবেল, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস পঁচা, শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল হাই,শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের মাষ্টার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, গ্রাম বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক তোতা মিয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারোয়ার হিমু জোয়ার্দার।
সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী, চুয়াডাঙ্গা সদর যুবদলের সদস্য টুটুল হোসেন,শংকরচন্দ্র ইউনিয়ন যুবদল নেতা রাজু আহমেদ, শামীম হোসেন, শফিকুল ইসলাম, হাবিব রহমান,
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান,চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান,চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সহ -সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্র দলের সহযোগাযোগ সম্পাদক নাজমুল হোসেন,চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য আবুল আসলাম সোহাগ আলী,রমজান আলী।
শফিকুল ইসলাম, মিজানুর রহমান সোহাগ, রাশেদ হাসান তুহিন, নাজিম উদ্দীন, কুতুবপুর ইউনিয়নে ছাত্রদলের অন্যতম নেতা রানা আহাম্মেদ, আলামিন, মামুন মিয়া, নয়ন আলী, রুম্মান, রাকিব, সবুজ, মিজান, রাসেল মিয়া, রিয়াদ, সজীব, সুমন,জাহাঙ্গীর, সোলায়মান, শংকচন্দ্র ইউনিয়নের ছাত্রদলের অন্যতম নেতা,আরাফাত রহমান, নিওন হোসেন, রাসেল হোসেনসহ প্রমুখ।
সরোজগঞ্জ রাজু ও সজিব স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট খেলায় ট্রাইবেকারে বুড়োপাড়া একাদশ ০ বনাম চুয়াডাঙ্গা শেখপাড়া একাদশ ০৩ গোলে বিজয়ী হয়েছেন, খেলাটি রেফারি দায়িত্ব পালন করেন সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ে ক্রিড়া শিক্ষক খাইরুল ইসলাম, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আব্দুল মালেক।