কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন
খুলনার কয়রায় সরকার বিরোধী লিফলেট বিতরণকালে চারজন আওয়ামীলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিন বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আজ বুধবার সকাল ১০টায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন, দক্ষিন বেদকাশি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামীগ কর্মী মহিদুল ইসলাম।
পুলিশ জানায়, মঙ্গলবার আটক ব্যাক্তিরা স্থানীয় বাজারে সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসির সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে ৪ জনকে লিফলেটসহ আটক করা হয়। কয়রা থানার ওসি ইমদাদুল হক জানিয়েছেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।