লালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

0
41
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু (১৭) পাড়ী জমিয়েছে না ফেরার দেশে।
সোমবার (১০ই সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে সে মারা যায়। বাবু উপজেলার জয়রামপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মত আলীর ছেলে এবং রামপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সে কোরআনের একজন হাফেজ ছিলো পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাবু তার বাড়ির পাশের পুকুর পাড়ের উপর দিয়ে মোবাইল নিয়ে হাটাহাটি করছিলো। এ সময় একটি বিষধর সাপ বাবুকে কামড় দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এরপর তার অবস্থা অবনতির দিকে গেলে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়েছে।
বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান সরকার, লালপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিছুর রহমান প্রমূখ।