লালপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

0
30

মোঃ ইকবাল হোসাইন, নাটোর প্রতিনিধি ঃ নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে আজ সোমবার (৩ এপ্রিল) বিকেলে বজ্রপাতে খোরশেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কদিমচিলান গ্রামের মৃত ওমর মালিথার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কমিদচিলান ইউনিয়নের কদিমচিলান গ্রামের ট্রাক ড্রাইভার খোরশেদ আলী (৩৫) নিজ আবাদী জমির ফসল দেখতে মাঠে যান। এ সময় বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ।

 

জা/হো/০৩/০৪/১৭ইং/১০.০৩ এম