লালপুরে ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত !

0
33

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলার হাঁপানিয়া মোড়ে বটি বোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় আদনান হোসেন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে হাসান আলী (১১) নামের আরেক ছাত্র আহত হয়েছে। নিহত আদনান ও আহত হাসান আলী দুজনেই দুয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। নিহত আদনান উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে এবং আহত হাসান একই গ্রামের আবু বক্করের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আদনান ও হাসান দুয়ারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। রবিবার (২৬শে মার্চ) বেলা ১১টার দিকে হাঁপানিয়া মোড়ে পৌছালে ডাঙ্গাপাড়াগামী ইট বোঝাই পাওয়ার ট্রলিটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনের কেরিয়ারে বসে থাকা আদনান ছিটকে গিয়ে পাওয়ার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। অপরদিকে হাসান আলী গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লোকজন পাওয়ার ট্রলির হেলপার হাসানকে (২০) আটক করে পুলিশে দিয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলঅ হয়নি।