বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লালপুরে আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষ; নিহত ১ আহত ২

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিবাদমান দু’টি গ্রুপের দ্বন্দের জের ধরে থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম (৩৫) ধারলো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। এ সময় তার সাথে থাকা তুহিন ও প্রান্ত নামের অপর দুই জন আহত হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের অদুরে এই ঘটনা ঘটে। নিহত জাহারুলকে প্রথমে লালপুর হাসপাতালে ও পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা একটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাহারুলের ছোট ভাই রেজাউল তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন। জাহারুল ইসলাম সিরাজীপুর গ্রামের মৃত লুৎফর মোল্লার ছেলে।
জানা গেছে দীর্ঘ দিন ধরে নর্থ বেঙ্গল সুগার মিলের ঠিকাদারী কাজ বাগিয়ে নেওয়াকে কেন্দ্র করে যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মোস্তাক গ্রুপের দ্বন্দ চলছিল। এ নিয়ে মাস খানেক আগে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত: ৪ জন আহত হয়। বুধবার সকাল ১০ টার দিকে জাহারুল ও তার সহযোগী দুই জন মোটর সাইকেলে করে গোপালপুর রেলগেট থেকে মিলের দিকে যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে প্রতিপক্ষরা হামলা চালিয়ে কুপিয়ে যখম করে। পরে বেলা ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহারুলকে মৃত্যু ঘোষণা করেন। লালপুর হাসপাতালের চিকিৎসক মজিবুল হক সবুজ জানান, নিহত জাহারুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্বক জখম রয়েছে এছাড়া তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ টি মোটর সাইকেল জব্দ করেছে। আহত অপর দুই জন হলো বিরোপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তুহিন (৩২) ও বাওড়া গ্রামের বাবলু হোসেনের ছেলে প্রান্ত (৩০)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাহারুল ইসলাম নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক এবং মোস্তাকরা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য এ্যাড. আবুল কালামের সমর্থক বলে জানা গেছে। লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular