বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লালপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুরে সোমবার (০৬ই আগষ্ট) বেলা ১২ টায় পদ্মা নদীর খেওয়া ঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুর উপজেলার তিলকপুর এলাকায় পদ্মা নদীর খেওয়া ঘাটের নিকট একটি ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লালপুর থানা পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে লালপুর থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতালে প্রেরন করে।
লালপুর থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল জানান, মৃতদেহটি সম্ভবত ৪-৫ দিন পূর্বের এজন্য পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য তার ছবি ও বিভিন্ন পরিচিতি দেশের বিভিন্ন স্থানে ও থানায় প্রেরণ করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মৃতদেহ নাটোর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
তিনি আরো জানান, পরিচয় পেলে পরিবারের নিকট মৃতদেহটি হস্তান্তর করা হবে আর পরিচয় জানা সম্ভব না হলে মৃতদেহটি আঞ্জুমান মফিদুল ট্রাষ্টের মাধ্যমে দাফনকার্য সম্পন্ন করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular