নিউজ ডেস্ক:
রোমান যুদ্ধদেবতার নামানুসারে তার নাম দেওয়া হয় ‘মার্স’। সৌরমণ্ডলের দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহটিকে ‘লালগ্রহ’-ও বলা হয়। কারণ গ্রহের উপরিতলের আয়রন-অক্সাইডের প্রভাবে লালচে আভা প্রতিফলিত হয়। লালগ্রহের অন্দরেও পাথর-মাটি লালচে রংয়ের।
কিন্তু নাসার পাঠানো মার্স কিউরিওসিটির ক্যামেরায় হঠাতই ধরা পড়েছে অন্য রং। কিউরিওসিটির ঘোরার পথে তার ‘মাস্টক্যাম’এ লালগ্রহের মাউন্ট শার্প-এর নতুন কিছু ছবি দেখা গেছে। মাউন্ট শার্পের নীচের দিকের পাথুরে এই অঞ্চলে রয়েছে হাল্কা বেগনি রঙের প্রভাব।
এতদিন কিউরিওসিটির চোখে এই রং ধরা না পড়ার কারণ হিসেবে নাসার বক্তব্য, বছরের এই সময়ে সাধারণত ধুলোর প্রকোপ কম থাকে। তাই পাথরের আসল রং দেখা গেছে।