বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লারাকে ছাড়িয়ে বিরাট কোহলি !

নিউজ ডেস্ক:

দিল্লি টেস্টের প্রথম দিনে শনিবার সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। রবিবার সেটাকে ডাবলে রূপ দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এর মধ্য দিয়ে ৬টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি।

একই সঙ্গে স্পর্শ করলেন ভারতের হয়ে সর্বাধিক ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেহবাগকে। দু’জনেরই ক্যারিয়ারে ৬টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে। সেই রেকর্ড স্পর্শ করলেন কোহলি।

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক ৫টি ডাবল সেঞ্চুরি ছিল ব্রায়ান লারার। সেই রেকর্ড ভেঙে আজ রবিবার নতুন রেকর্ড গ়ডলেন বিরাট কোহলি। একই সঙ্গে টেস্টের ইতিহাসে অধিনায়ক হিসেবে সর্বাধিক ডাবল সেঞ্চুরির রেকর্ড পকেটে পুরে ফেললেন কোহলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করেছে ৫০০ রান। ২২৫ রানে অপরাজিত রয়েছেন কোহলি।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৫৫ রান এসেছে ওপেনার মুরালি বিজয়ের ব্যাট থেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular