বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

লামায় পৃথক সড়ক দূর্ঘটনায় পৌর মেয়র সহ আহত ৪

মোঃ ফরিদ উদ্দীন, লামা (বান্দরবান) প্রতিনিধি: লামা উপজেলায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে লামা পৌর মেয়র সহ ৩ জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে লামা পৌরসভার মাষ্টারপাড়াস্থ পৌর কার্যালয়ের সামনের সড়কে এই দূর্ঘটনা ঘটে। আহতরা হল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম (৪৭), মো. আরাফাত (২৪) ও মো. হাসান (২২)। গুরুতর আহত মো. আরাফাতের অবস্থা আংশাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। মো. আরাফাত লামা পৌরসভার নয়া পাড়া এলাকার হোচন সওদাগরের ছেলে ও মো. হাসান একই এলাকার জাফর আলমের ছেলে। জানা যায়, লামা বাজার থেকে মোটর সাইকেল যোগে পৌর কার্যালয়ে যাচ্ছিলেন লামা পৌর মেয়র। পৌর কার্যালয়ের কাছে এসে রাস্তা পারাপার করার সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা অপরএকটি মোটর সাইকেল ধাক্কা দেয়।

এসময় উভয় মোটর সাইকেলের ৩ জন আরোহী আঘাত পায়। পৌর মেয়র জহিরুল ইসলাম আহত হয়। অপর মোটর সাইকেলের চালক মো. হাসান আহত হয় এবং তার সঙ্গী মো. আরাফাত গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. আরাফাতের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করে। মেয়রে-কে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে তার স্বজনরা জানান।

একই দিনে অপর একটি দূর্ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে লামা হলিচাইল্ড স্কুলের শাকিব (১০) নামের এক ছাত্রকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে বটগাছতলা এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত। আহত ছাত্রকে উদ্ধার স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহত শিশু মোঃ শাকিব বমুবিলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পানিস্যাবিল এলাকার বাসিন্দা মোঃ নাজেম উদ্দীনের ছেলে বলে জানা যায়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular