লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জম্মবার্ষিকী পালিত

0
18

ফরিদ উদ্দিন লামা বান্দরবান প্রতিনিধি:- লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জম্মবার্ষিকী লামা উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের উদ্যেগে পালিত হয়। এ উপলক্ষে শনিবার সকাল থেকে মিলাত ও দোয়া কুরআন তেলওয়াত পাঠ করা হয়েছে। দুপুরে লামা গেষ্ট হাউজ লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম সভাপতিত্বে সভায় অনুষ্টিত প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মোহাম্ম্দ ইসমাইল,বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তাফা জামাল,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুর রহমান,লামা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক মেয়র তাজুর ইসলাম, জাহানারা বেগম,মো: শাহিন,প্রদীপ কান্তি দাশ, মোহাম্মদ হোসেন বাদশা বিশেষ অতিথি ছিলেন।এসময় ছাত্রলীগ,যুবলীগ,শ্রমীকলীগ,কৃষক লীগ,তাতী লীগসহ দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে দলীয় নেতারা কর্মীরা জাতীর পিতা বঙ্গবন্ধুর ৯৮জন্ম দিনের কেক কেটে এ দিবসটি পালন করেন।
অপরদিকে লামা উপজেলা প্রশাসনের আয়োজনে অতিথি ও ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পরবর্তীতে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এক্ষেত্রে লামা উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ানু সভাপতিত্বে আলোচনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি লামা),মোঃ সায়েদ ইকবাল,লামা থানার অফিসার ইনর্চাজ মোঃ আনোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান প্রমুখ।
কৃষি অফিসার নুরে আলম চৌধুরী,মৎস্য অফিসার মোঃ রাশেদ পারভেজ,প্রাণী সম্পদ অফিসার ডাঃ জুয়েল মজুমদার,প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম,পল্লী উন্নয়ন অফিসার গোপাল কৃষ চক্রবর্তী, উপজেলা আ,লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম, লামা সাংবাদিক ফোরামের যুগ্ন-সম্পাদক মোঃ নাজমুল হুদাসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা- কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন এবং লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শিশুদের জন্য গ্রুপ ভিক্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা, জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনালাকপাত, শিশু কিশোরদের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দোয়া মোনাজাত।ইসলামিক ফাউন্ডেশন লামা উপজেলার সমন্বয়ক মোজাম্মেল হক-এর সভাপতিত্বে লামা প্রেসক্লাবের তয় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান। বঙ্গবন্ধুর জীবনালোকপাত করেন তাবলীগ ব্যক্তিত্ব আবদুল জব্বার আনসারী, স্বাধীনতাত্তোর দেশে ইসলামের প্রসারতায় জাতির জনকের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন, মও: জয়নাল আবেদীন। নীতি-নৈতিকতায় শিশু ও সমাজকে উজ্জীবিত করার উপর উলামায়ে সমাজের প্রচারণার গুরুত্ব তুলে ধরে প্রধান বক্তা বলেন, সমাজে উলামায়ে সমাজের লোকদের কথা মানুষ প্রভাবিত হয়। সূতরাং ইসলামের শান্তি বার্তা-মহানবী (দ:) জীবনাদর্শ ব্যপক প্রচারের মাধ্যমে জঙ্গীবাদমুক্ত নিরাপদ অবয়ব গড়তে উলামায়ে কেরামদের গুরুত্ব অপরিসিম। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও শিশুদের ভবিষ্যত যোগ্য নাগরীক হয়ে উঠার প্রত্যাশায় দোয়া-মোনাজাত হয়।
এদিকে লামা হলিচাইল্ড পাবলিক স্কুলও দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করেন। এর মধ্যে ছিল, কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।