লামায় আইন শৃংখলা কমিটির মাসিক সভা

0
9

লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দবানের লামায় মাসিক আইন শৃংখলা কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লামা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইউলিয়াম লুসাই, লামা থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা মাসুদ পারভেজ, আনসার ব্যাটালিয়ান এজুডেন্ট মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও লামা প্রেস ক্লাবের সবাপতি প্রিয়দর্শী বড়ুয়া। এসময় উপজেলা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তা, সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যান জোৎ¯œা বেগম, উপজেলা নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, লামা উপজেলা ইয়াবা ব্যবসায়ীদের দৌরাত্বর বৃদ্ধি, দুর্গম পাহাড়ে পাহাড়ী সন্ত্রাসীদের আনাগুনা বৃদ্ধি পাওয়ায় উক্ত এলাকায় জনবসতিদের মাঝে ভয়ভীতি কাজ করছে। এছাড়া সরকারী জমিতে তামাক চাষ, অবৈধ পাথর ও বালি অবাদে পাঁচার রোধ কল্পে প্রশাসনে নিরব ভূমিকা, রোহিঙ্গা অনুপ্রবেশে সচেতনতা বৃদ্ধি, জঙ্গী দমন ও হিন্দু, বৌদ্ধ বিহার, গির্জার নিরাপত্বা নিশ্চিত করতে স্ব স্ব এলাকা সচেতন ব্যক্তিদের ভুমিকা পালন করার জন্য আহবান করেন।