লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামায় উপজেলা প্রশাসন উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার খিনওয়ান নু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী ।
এসময় বক্তাগণ অভিযোগ করেছেন, উপজেলার দূর্গমে বসবাসকারি নিরীহ মানুষগুলো উভয় সংকটে পড়েছেন। একদিকে তথাকথিত শান্তিবাহিনীর চাঁদাবাজি অন্যদিকে তাদের তৎপরতা সম্পর্কে শৃংখলা রক্ষাকারি কর্তৃপক্ষকে অবহিত না করার অভিযোগে নির্যাতন। এ কারনে সম্প্রতি দুর্গমে বসবাসকারিরা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্খা দেখা দিয়েছে। উদ্বুত পরিস্থিতি আয়ত্ত্বে আনার জন্য গজালিয়া ইউনিয়নের লুলাইং বাজার, সদর ইউনিয়নের পোপা হেডম্যানপাড়া ও রুপসীপাড়া ইউনিয়নের নাইক্ষ্যংমুখে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান থোয়াইনুঅং চৌধুরী বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের চাঁদাবাজির বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলে ধরা হবে। পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, দুর্গমে বসবাসকারিদের জীবনযাত্রায় অচলাবস্থা সৃষ্টি হতে দেয়া যাবে না।
মিটিং এ বিশেষ অতিথির উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, লামা থানা অফিসাস ইনচার্জ মো. আনোয়ার হোসেন, লামা মেয়র মো. জহিরুল ইসলাম, গজালিয়া ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা ও লামা প্রেসক্লাবে সভাপতি প্রিয়দর্শী বড়–য়া।