বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লাখাইয়ে ৩শ পিস ইয়াবাসহ এক যুবক আটক

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জ জেলার লাখাইয়ে ৩০০ পিস ইয়াবাসহ বিঞ্চু দাশ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্র জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে মুড়াকরি গ্রামের ধীরেন্দ্র দাশের পুত্র বিঞ্চু দাশ (২৫) প্রায় ৩শ পিস ইয়াবা নিয়ে ভাদিকারা গ্রামে ফেরি করে বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এসআই আবুল কালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
অভিযানকালে পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে মাদক ব্যবসায়ী বিঞ্চু দাশ কাগজের পেকেটে মোড়ানো প্রায় ৩শ পিস ইয়াবা ট্যাবলেট পুকুরে ফেলে দেয়। তাৎক্ষনিক এক পুলিশ সদস্য পানিতে নেমে ইয়াবাগুলো উদ্ধার করেন। তবে ততক্ষণে ইয়াবাগুলো গলে যায়। পরে উদ্ধারকৃত গলিত ইয়াবাগুলো ওজন করে প্রায় ৩০ প্রায় হয়।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular