নিউজ ডেস্ক:
ব্রিটেনের নির্বাচনের ভোটের ফলাফলের ভুল সমীক্ষা। সেই দোষ মেনে নিয়ে টেলিভিশন প্রোগ্রাম লাইভ চলাকালীন নিজের লেখা বই চিবিয়ে খেলে ব্রিটিশ লেখক ম্যাথু গডউইন। ভোটের আগে তিনি সমীক্ষায় বলেছিলেন বিরোধী লেবার পার্টি এবার ৩৮ শতাংশ ভোট কম পাবেন। বাস্তবে পুরোটাই ভুল প্রমাণিত হয়।
ম্যাথু গডউইন ব্রিটেনের কেন্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক। ‘ব্রেক্সিট: হোয়াই ব্রিটেন ভোটেড টু লিভ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন’ শীর্ষক একটি বই লিখেছেন তিনি। কয়েকদিন আগে টুইটে তিনি লিখেছিলেন জেরেমি করবিনে লেপার পার্টি ৩৮ শতাংশের বেশি ভোট পাবেন না। তার ভবিষ্যৎবানী মিথ্যা করেই ৪০ শতাংশের উপর ভোট পেয়েছে লেবার পার্টি। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই টুইটারে লেবার পার্টির সমর্থকদের পাল্টা টুইটে ট্রোলড হতে থাকেন গডউইন। তারপরে একটি টেলিভিশ চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে একদর্শক তার ভুল সমীক্ষা নিয়ে প্রশ্ন করেন।
এরপর গডউইন বলেন, “আমি অবাক হয়ে গিয়েছি, জেরেমি আমার হিসেবের থেকে ২ শতাংশ ভোট বেশি পেয়েছে। ” তারপরেই নিজের লেখা বইয়ের পাতা ছিঁড়ে চিবিয়ে খেতে শুরু করেন তিনি। পুরোটাই লাইভ অনুষ্ঠানে এই কর্মকাণ্ড চলতে থাকে। বইটি খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বলে, “আমি জানি এতে অনেক রাসায়নিক আছে। আশাকরি সেগুলি আমি হজম করে ফেলব। ”