নিউজ ডেস্ক:
অবশেষে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা যুক্তরাজ্যে যাচ্ছেন। বুধবার সকাল সোয়া ৯টার পর থেকে বিমান বন্দর বসিয়ে রাখার পর বেলা পৌনে ১১টার দিকে তিনি লন্ডন যেতে পারবেন বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
এর আগে গত রোববার তাকে যুক্তরাজ্য যেতে বাধা দেয়া হয়েছিল। এরপর সোমবার উচ্চ আদালতে রিট করেন তাহসীনা রুশদী লুনা। রিটের শুনানিতে আদালত তাকে বিদেশ যেতে বাধা না দিতে নির্দেশ দেন।