নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে পরীক্ষামূলকভাবে নামানো হয়েছে চালকবিহীন শাটল বাস। আগামী তিন সপ্তাহ ধরে লন্ডনে গ্রিনউইচের রাস্তায় এই শাটল বাসটিতে প্রায় ১০০ যাত্রী চলাচল করবে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
অক্সবোটিকা নামের একটি প্রতিষ্ঠান এই শাটল বাস তৈরি করেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্রায়েম স্মিথ জানিয়েছেন, খুব কম মানুষের স্বয়ংক্রিয় যানবাহনে অভিজ্ঞতা রয়েছে। ফলে এ প্রকল্প কোনো মানুষকে ব্যক্তিগতভাবে অভিজ্ঞতার সুযোগ দেবে। তিনি মনে করেন, এ ধরনের গাড়ি শেয়ার করে চড়া সম্ভব হবে। এছাড়া, এ ধরনের বাসের পরীক্ষামূলক রাইডের জন্য ইতিমধ্যে ৫০০ ব্যক্তি আবেদন করেছেন বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
চালকবিহীন এই যানবাহন ঘণ্টায় ১৬.১ কিলোমিটার বেগে চলতে সক্ষম এবং এই বাস কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তবে বাসটি চালকবিহীন হলেও প্রয়োজনে থামিয়ে দিতে প্রশিক্ষণপ্রাপ্ত এক ব্যক্তি সব সময় বাসে অবস্থান করবেন।