লক্ষ্মীপুর নৌকার চেয়ে স্বতন্তের জয়জয় কার

0
5

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-

 তৃতীয় দফায় লক্ষ্মীপুরের ৫টি আসনে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে। তবে কেন্দ্রগুলো থেকে আসা ফলাফলে দেখা যায়, উপজেলাগুলোতে ভোটার সংখ্যা অনুযায়ী প্রাপ্ত ভোটের সংখ্যা খুবই কম।

প্রাপ্ত ভোট গণনায় লক্ষ্মীপুর সদর আসনে বিদ্রোহী প্রার্থী ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাউদ্দিন টিপু, কমলনগরে বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন বাপ্পী ও রামগতি উপজেলায় বিদ্রোহী প্রার্থী শরাফ উদ্দিন আজাদ নৌকার প্রার্থীদের পরাজিত করে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলায় নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন চৌধুরী ও রায়পুর উপজেলায় নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে লক্ষ্মীপুর সদর আসনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দিন টিপু দোয়াত কলম প্রতীকে ৫২১০০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে আবুল কাশেম চৌধুরী পেয়েছেন ৩৮১০২ ভোট।
রায়পুর উপজেলায় আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে অধ্যক্ষ মামুনুর রশিদ ৩৬৬৮৩ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৩৩৯ ভোট।
রামগতি উপজেলায় বিদ্রোহী প্রার্র্থী শরাফ উদ্দিন আজাদ কাপ পিরিচ প্রতীকে ২১২৭৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল ওয়াহেদ নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৪২৮ ভোট।
কমলনগর উপজেলায় দোয়াত কলম প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মেজবাহ উদ্দিন বাপ্পী ১৪৫৫৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতীকের আওয়ামীলীগ নেতা নুরুল আমিন মাষ্টার পেয়েছেন ১২৪৬১ ভোট।
রামগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগ নেতা মনির হোসেন চৌধুরী ৮৭২৭০ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী এনপিপি’ নেতা সিরাজ মিয়া আম প্রতীকে পেয়েছেন ২৩৭০ ভোট।