লক্ষ্মীপুরে ৩টি ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্সসহ সরাঞ্জাম

0
27

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে ৩টি ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল। এরিমধ্যে প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম।


রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে চেয়ারম্যান পদে, একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন ও লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ৮নং সাধারন ওয়ার্ডের সদস্যপদে এ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উল্যাসহ অন্য ২জন সাধারন সদস্য মৃত্যুবরণ করায় ওইসব নির্বাচনী এলাকায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লামচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী মাহেনারা পারভীন, ধানের শীষ প্রতীকে বি এন পি প্রার্থী ফেরদৌসী সুলতানা, স্বতন্ত্র প্রার্থী এস এম নাজমুস সায়াদাত, (আনারস প্রতীক) মো: ইমাম হোসেন, (ঘোড়া প্রতীক) মোঃ এ জি মাহমুদ, (মটর সাইকেল প্রতীক) মো: মফিজ উল্যা (টেবিল ফ্যান প্রতীক) নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন । এ ইউনিয়নে মোট ১৭ হাজার ৮৭জন ভোটার রয়েছেন । এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫শ ৩৫জন , মহিলা ভোটার ৮ হাজার ৫শ বায়ান্ন জন ।