রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

লক্ষ্মীপুরে ভুয়া মেজর ও ওয়ারেন্ট অফিসার আটক

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরে সেনাবাহিনীর চাকুরি দেওয়ার প্রলভন দেখিয়ে টাকা দাবি করার অভিযোগে কিছমত হোসেন ও আসাদুল ইসলাম নামের দুই ভুয়া মেজর ও ভুয়া ওয়ারেন্ট অফিসারকে আটক করেছে স্থানিয়রা। এসময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, কয়েকটি ছবি ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

আজ (০১ মে) বুধবার সকালে জেলার কমলনগর উপজেলার মুন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ভুয়া মেজর ও ওয়ারেন্ট অফিসারকে থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানিয়রা জানায়, সেনাবাহিনীতে চাকুরী দেওয়ার নাম করে মুন্সিরহাট এলাকার সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ভুয়া মেজর কিছমত হোসেন ও ভুয়া ওয়ারেন্ট অফিসার আসাদুল ইসলামকে আটক করে স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, কয়েকটি ছবি ও বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, প্রতারণার দায়ে দুই ভুয়া কর্মকর্তাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular