লক্ষ্মীপুরে বিদ্যুৎপৃষ্ঠে স্কুলশিক্ষকের মৃত্যু

0
26
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ  লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হারুনুর রশিদ (৩৬) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তফাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
হারুনুর রশিদ ওই এলাকার মৃত নুরুল ইসলাম মাঝির ছেলে এবং চরপাতা মজিবুল হক একাডেমীর সহকারী শিক্ষক। মজিবুল হক একাডেমীর প্রধান শিক্ষক শাহাদাত হোসেন মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, ঘটনার সময় বাড়িতে পানি তোলার মোটর বিকল হয়ে যায়। এ সময় হারুনুর রশিদ তা মেরামত করেন। এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।