বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, আহত ৩

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের তালিকাভুক্ত ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হন।
এসময় পুলিশের এসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোক্তার হোসেনও আহত হয়েছেন বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামরুল জানান, কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশকে দেখে তারা গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে ডাকাত বেলজিয়াম সুমন গুলিবিদ্ধ হয়। এসময় পুলিশের দুই সদস্যও আহত হন।
ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular