লক্ষ্মীপুরে পুকুরে বাস, নিহত ২ !

0
38

নিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাসহ পুকুরে পড়ে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের পশ্চিম কাজিরখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের দেওলা গ্রামের এরশাদের ছেলে অটোরিকশা চালক আব্দুল হান্নান ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে অটো যাত্রী মো. রুবেল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো-ব ১১-০৫০৩) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাসহ বাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক হান্নান নিহত ও অটোরিকশার যাত্রী রুবেল ও বাসের ৪ জন যাত্রী ও চালকসহ ৬ জন আহত হন। পরে গুরুতর অবস্থায় রুবেলকে কুমিল্লা নেয়ার পথে বিকেল ৫টার দিকে তিনিও মারা যান বলে স্থানীয় ভোলাকোট ইউপি চেয়ারম্যান বশির আহমদ ভিপি মানিক জানান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।