লক্ষ্মীপুরে নতুন বছরে চলছে ব্যবসায়ীদের হালখাতা, ধুম পড়েছে টালি খাতার বিক্রি

0
30

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ চৈত্রের শেষে বৈশাখের শুরুতেই প্রতি বছরের ন্যায় এবারো লক্ষ্মীপুরে শুরু হয়েছে ব্যবসায়ীদের হালখাতা। সব পণ্য নামিয়ে ধুয়ে-মুছে দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন শেষে পুরাতন খাতার সব লেনদেনের হিসাবও করছেন তারা।
এদিনে ব্যবসায়ীরা বিগত বছরের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে নতুন খাতা খোলেন। পুরনো সব দেনা পরিশোধ করার জন্য ক্রেতাদের কাছে পাঠানো হয় আমন্ত্রণপত্র। আর আমন্ত্রিত ক্রেতাদের মিষ্টি মুখ করান ব্যবসায়ীরা। কেন না বছরের প্রথম দিনে তারা নতুন খাতা দিয়ে নতুন করে ব্যবসা শুরু করবেন।
হালখাতা উপলক্ষ্যে বেচা-কেনার ধুম পড়েছে টালিখাতার মাকের্টে। এখন ব্যস্ত সময় পার করছেন খাতা ব্যবসায়ীরা। প্রতিদিনই বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার খাতা।
লক্ষ্মীপুর পৌর শহরের থানা রোডস্থ ব্যবসায়ীরা জানান, বৈশাখে সবকিছু ধুয়ে মুছে, পুরোনো লেনদেন ঘুচিয়ে নতুন করেই নতুন বছরের ব্যবসা শুরু করেন তারা। হালখাতায় সব গ্রাহক যে টাকা পরিশোধ করতে পারেন এমন না। টাকা দিতে পারুক আর না পারুক, বছরের শুরুর দিনে ক্রেতা-বিক্রেতা একত্রে বসে মিষ্টি মুখ করতে পারাটাই অনেক আনন্দের বলে মনে করেন লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা।
হালখাতার খাবারের আয়োজনে মিষ্টির পাশাপাশি যুক্ত হয়েছে অন্যান্য খাবার। ক্ষীর, হালিম, কোমল পানীয় থেকে শুরু করে অনেকে বিরিয়ানি কিংবা তেহারির ব্যবস্থাও করে থাকে হালখাতায়।