লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে বিভিন্ন খাল-বিল ও জলাশয়ে অভিযান চালিয়ে শতাধিক বেয়াল জাল (মাছ ধরার বিশেষ ব্যবস্থা) ধ্বংস করে দিয়েছে জেলা মৎস্য বিভাগ। সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রাকৃতিক জলাশয়ে গত দুইদিন অভিযান চালিয়ে এসব বেয়াল জাল কেটে ও ডুবিয়ে ধ্বংস করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন কল্পে এই অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য বিভিাগ।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহর নেতৃত্বে এসময় অভিযানে অংশ নেয় জেলা মৎস্য দপ্তরের সিনিয়র পরিচালক সুনীল ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুর রহমান প্রমূখ।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, জেলার বিভিন্ন স্থানে জলাশয়ে বেয়াল ও বেহুনদি জাল বসিয়ে দেশীয় প্রজাতির মাছ ধবংস করছে কিছু অসাধু মৎস্যজীবী। এতে করে কই, পুটি, সইল, মাগুরসহ দেশীয় প্রজাতির সু-স্বাদু মাছ অনেকটাই বিলুপ্তির পথে। এসব মাছ সংরক্ষণে প্রাকৃতিক জলাশয়ে শতাধিক বেয়াল জাল কেটে দেয়া হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।