লক্ষ্মীপুর প্রতিনিধি- লক্ষ্মীপুরে ডাক্তারের ভুল চিকিৎসায় ফাতেমা আক্তার বুলি(৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের শহীদ মুক্তিযোদ্ধা কামাল (এসএমকে) হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু বিশেষজ্ঞ ও ঢাকা পিজি হসপিটালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গোলাম মাইন উদ্দিন, গাইনী ও প্রসতি সার্জন ডাঃ কাজী ফয়েজা আক্তার, এনেসথেসিয়া ডাঃ আলমগীর ও ডিউটি ডাক্তার শরিফুল ইসলাম সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে রোগীর স্বজনদের দাবী, ডাক্তারের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে তাদের রোগীকে হত্যা করা হয়েছে। নিহত ফাতেমা হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামের মনসুর মাষ্টারের স্ত্রী বলে জানা গেছে।
নিহতের ভাই ইসমাইল হোসন জানান, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে জরায়ুতে টিউমার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে চন্দ্রগঞ্জ বাজারের এসএমকে হাসপাতালে ফাতেমা আক্তার বুলি কে (৪৫) ভর্তি করে। পরে গাইনী ও প্রসতি সার্জন ডাঃ কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ফাতেমার চিকিৎসা সহ গভীর রাতে অন্যান্য ডাক্তাররা তার অপারেশন থিয়েটারে নেয়। দফায় দফায় ভোর িিচকিৎসা শেষে ভোর রাতে তার অপারেশন করা হলে এক পর্যায়ে ফাতেমা মারা যায়। পরে রোগীর স্বজনরা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডাক্তার সহ ৪ জনকে আটক করে নিয়ে যায়। তবে ঘটনার হাসপাতালের ম্যানোর সহ অন্যরা পালিয়ে যায়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়েও পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।