বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষ, আহত-৫

মু,ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেলে শহরের বালিকা বিদ্যা নিকেতন মাঠে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ/ নবায়ন উৎসব অনুষ্ঠান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ স্থলের শতাধিক চেয়ার ভাংচুর করে। এতে উভয় পক্ষের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাংলাদেশ ছাত্রলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ/ নবায়ন উৎসব অনুষ্ঠান চলাকালে চন্দ্রগঞ্জ থানার ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী বাবলুর নেতৃত্বে একটি মিছিল সমাবেশ স্থলে গেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটোসের অনুসারীরা বাধা দেয়। এসময় বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সমাবেশ স্থলের শতাধিক চেয়ার ভাংচুর করে। পরে ছাত্রলীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক সদস্য সংগ্রহ উৎসব অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ্দুন চৌধুরী সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটওয়ারী, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, নুরুল করিম জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নাহিদুজ্জামান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

Similar Articles

Advertismentspot_img

Most Popular