বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত !

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হোমায়রা বেগম।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, নোয়াখালী দূর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আল মামুন, জেলা সনাকের সভাপতি মাহবুব মোহাম্ম আলী ও জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

একই সময় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানবন্ধন ও আলোচনা সভা করা হয়েছে। এতে জেলার সফল ২৫ জন নারী জয়ীতাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular