লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নুর নবী নামের এক ডেকোরেটর ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। (আজ) সোমবার ভোর রাতে পৌর শহরের প্রধান সড়কের আমিন কমপ্লেক্্ের ওই ব্যবসায়ীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ী নুরনবী’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় জিজ্ঞাসাবাদের ডেকোরেটরে ২ কর্মচারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত নুরনবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার মৃত ইউনুছ মিয়ার ছেলে। খবর পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ ২২ বছর ধরে ব্যবসায়ী নুর নবী রায়পুর পৌর শহরে বিসমিল্লাহ ডেকোরেটর নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। ব্যবসায়িক কাজে মাঝে মধ্যে সে রায়পুরে ভাড়া বাসায় একা থাকত। গতরাতে নুর নবী ব্যবসায়ীক কাজে তার ওই বাড়া বাসায় রাত্রি যাপন করে। সকাল সাড়ে ১০টার দিকে দোকানের কর্মচারীরা তাকে ফোন করে মোবাইল বন্ধ পায়। পরে তার বাসায় গিয়ে কোন সাড়া-শব্দ না পেয়ে দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে নুর নবী’র গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবাণ চাকমা জানান, এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।