মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুর ছাত্রলীগ নেতাসহ অর্ধশত মাদক ব্যবসায়ী গ্রেফতারপুরে আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযানে ছাত্রলীগ নেতাসহ অর্ধশত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার সদর, রায়পুর, রামগঞ্জ ও রামগতি উপজেলা চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, কফিল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিন, শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মালেক প্রঃ হেঞ্জুসহ ৪৯ জন মাদক ব্যবসায়ী। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদরের চন্দ্রগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে কফিল উদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি বোরহান উদ্দিনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
একই রাতে ল²ীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল মালেক প্রঃ হেঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ল²ীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকায়, পৌর ৬নং ওয়ার্ডের বাঞ্চানগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৪৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ল²ীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা স্বরাষ্টমন্ত্রনালয় ও পুলিশ হেডকায়োর্টারস এর তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক, কোন ছাড় দেওয়া হবে না। মাদক নিমূল না হওয়া পযর্ন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।