মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুরে এলজিইডির প্রায় ৩ কিলোমিটারের একটি সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারে বিটুমিনের পরিবর্তে কেরোসিন, পোড়া মবিল, নিম্নমানের পাথরের মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। তাছাড়া বৃষ্টি উপক্ষো করে প্রায় ১৫ কিলোমিটার দূরে থেকে আনা এসব নিম্নমানের মিশ্রণ দিয়ে ইতোমধ্যে সড়কটির প্রায় দেড় কিলোমিটার দায়সারাভাবে সংস্কার করেছে ঠিকাদারের লোকজন। সড়কে পড়ে থাকা গাছের লতাপাতাসহ ঢালাই দেওয়া হয়েছে বলেও অভিযোগ করছেন স্থানীয়রা।
এদিকে সড়কটি পুন:সংস্কারের দাবীতে বুধবার (২৭ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলার মান্দারী পাকার মাথা এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা। এরআগে সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ করে দেয় তারা।
জানা গেছে, সদর উপজেলার মান্দারী দফাদার বাড়ি থেকে আমিন বাজার পর্যন্ত এ সড়কটি সংস্কারে ৬২ লাখ ৯৬ হাজার ৫১০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এসএস বিল্ডার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটি সংস্কারে কাজ করছে।
মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিম জানান, মান্দারী দফাদার বাড়ির সড়কটির সংস্কার কাজে অনিয়ম হচ্ছে। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে আমি সদর উপজেলা এলজিইডি প্রকৌশলীকে অবহিত করেছি।
এ বিষয়ে জানতে সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মোস্তফা মিনহাজকে অফিসে পাওয়া যায় নি। তবে মুঠোফোনে তিনি জানিয়েছেন, অনতিবিলম্বে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।