লক্ষীপুরে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

0
8

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতনিধিঃ- লক্ষীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম ও জাতীয় শিশু দিবস। দিবসুটি উপলক্ষে সকালে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে স্থানীয় সামাদ স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক, মো. মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন, পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডাঃ মোস্তফা খালেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।