মু.ওয়াছীউদ্দিন, লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুরে বৃষ্টির পানি নিষ্কাশন পথ নিয়ে দ্ব›েদ্বর জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, রায়পুর উপজেলার রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন এর নেতৃত্বে হামলা চালানো হয়।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের গোলদার বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, দালাল বাজার ইউনিয়নের খিদেরপুর মাগন বাড়ির আবুল খায়ের (৫০), শান্তি বেগম (৪৫) এবং খোরশেদ আলম খোকন (২৬)। অভিযুক্ত মিরাজ হোসেন রাখালিয়া গ্রামের মো. বাবুলের ছেলে, রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলদার বাড়ির সামনের রাস্তা ধরে রাখালিয়া বাজার যাওয়ার পথে খোরশেদ আলম খোকনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় মিরাজ হোসেন ও তার লোকজন। এসময় খোকনকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গেলে মা শান্তি বেগম এবং বাবা আবুল খায়েরকেও মারধর করে হামলাকারীরা। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
আহত আবুল খায়ের বলেন, সামান্য বৃষ্টির পানি নিষ্কাশনের পথ নিয়ে দীর্ঘদিন যাবত মিরাজের শশুর আব্দুল আজিজ বকুলদের সাথে দ্ব›দ্ব চলে আসছে। এরই জেরে এ হামলা চালানো হয়। তিনি আরো জানান, এরআগেও দুইবার হামলার স্বীকার হয়েছেন তারা। মিরাজের নেতৃত্বে রাখালিয়া গ্রামের নক্তি বাড়ির আব্দুল আজিজ বকুল ও তার ছেলে স্বপন, রবিউল হকের ছেলে কাজল, আব্দুল লতিফের ছেলে মো. বাবু, গণি মিয়ার ছেলে মো. সুরুজ তাদের উপর হামলা চালায় বলে জানান তিনি।
রাখালিয়া বাজার কমিটির সেক্রেটারী মিরাজ হোসেন মুঠোফোনে জানান, তিনি হামলা করেন নি। তবে শুনেছেন এলাকায় মারামারি হয়েছে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইউসূফ জালাল কিসমত জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।