1. [email protected] : amzad khan : amzad khan
  2. [email protected] : NilKontho : Anis Khan
  3. [email protected] : Nil Kontho : Nil Kontho
  4. [email protected] : Nilkontho : rahul raj
  5. [email protected] : NilKontho-news :
  6. [email protected] : M D samad : M D samad
  7. [email protected] : NilKontho : shamim islam
  8. [email protected] : Nil Kontho : Nil Kontho
  9. [email protected] : user 2024 : user 2024
  10. [email protected] : Hossin vi : Hossin vi
লক্ষীপুরে চলছে ঈদের হরদম কেনাকাটা,ব্যাস্ত সবাই | Nilkontho
২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
হোম জাতীয় রাজনীতি অর্থনীতি জেলার খবর আন্তর্জাতিক আইন ও অপরাধ খেলাধুলা বিনোদন স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি লাইফষ্টাইল জানা অজানা শিক্ষা ইসলাম
শিরোনাম :
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা নববর্ষ উদযাপনে ৭ বছরে বায়ুদূষণ বেড়েছে ১৯ শতাংশ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: পররাষ্ট্র উপদেষ্টা মোজাম্বিকে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ২১ কোথায় চলবে আগুনে ক্ষতিগ্রস্ত ৫ মন্ত্রণালয়ের কাজ? সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে: প্রধান উপদেষ্টা গাইবান্ধায় সড়ক অবরোধ করে ব্যবসায়ী হত্যার বিচার দাবি সচিবালয়ে পুড়ে যাওয়া মৃত কুকুর ফরেনসিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাশার আল-আসাদের স্ত্রী অবৈধ বিদেশিদের সময় বেঁধে দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমার একজন কর্মী মারা গেলো, এর ব্যর্থতা আমার: স্বরাষ্ট্র উপদেষ্টা পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু কচুয়ায় বিলের মাঝে আজো দাড়িঁয়ে আছে অর্ধশতাব্দী বটগাছ কালাইয়ে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। শেরপুরে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। সচিবালয়ে আগুন : পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র উত্তরবঙ্গের মৌচাষীদের জন্য চালু হচ্ছে মধু প্রসেসিং প্ল্যান্ট ভারতে অবৈধ বসবাস, মহারাষ্ট্র থেকে ১৭ বাংলাদেশি গ্রেফতার অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে: হাসনাত

লক্ষীপুরে চলছে ঈদের হরদম কেনাকাটা,ব্যাস্ত সবাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি, এরই মধ্যে জমে উঠেছে ল²ীপুরের ঈদ বাজার। ফুটপাত থেকে শুরু করে জেলার অভিজাত মার্কেট গুলোতে চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনাকাটা। তিল ধারণের ঠাই নেই দোকান গুলোতে। রমজানের শুরুতে কেনাবেচা কম থাকলেও এর সংখ্যা বর্তমানে অনেক বেশি। বিপণি বিতান গুলোতে দেশি পোশাকের পাশাপাশি ভারতীয় পোশাকের বেচাকেনা চোখে পড়ার মত। তবে শাড়ির তুলনায় থ্রী-পিসের চাহিদাই বেশি। অন্যদিকে নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

সরোজমিনে লক্ষীপুর পৌর আধুনিক বিপণি বিতান, মুক্তিযোদ্ধা মার্কেট, চক বাজার মসজিদ মার্কেট, অঙ্গশোভা শপিং মল, লক্ষীপুর পৌর সুপার মার্কেট, ল্যাকমি, আউট লুক, নগর বাজার সহ কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, বিভিন্ন আলোক স্বজ্জা দিয়ে সাজানো হয়েছে মার্কেটগুলোকে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে নারী ও শিশু ক্রেতাদের ভিড় একটু বেশি। বাহারি পোশাক আর নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করছে। এছাড়াও অধিক বিক্রি ও ক্রেতাদের আকৃষ্ট করতে জেলার কয়েকটি মার্কেটে রয়েছে র‌্যাফেল ড্র এর ব্যবস্থা।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছর মেয়েদের জন্য দোকানিরা এনেছেন গ্রাউন্ড, ব্লু কটি, বিবেক, বিনয়, বিশাল, পাখি, আশিকী, ব্লাক বুটিক, কিরণমালা সহ নানা ধরণের থ্রি-পিস। আরো আছে হাফ সিল্ক, বেনারশি, কাতন, জরজেট, বি-প্লাস, কটন, সুতি, টাঙ্গাইল ও নকশী করা কাপড়-শাড়ি। রয়েছে ছেলেদের জন্য, বিভিন্ন ব্যান্ডের পাঞ্জাবি, ফরমাল শার্ট, শেরোয়ানী, টি-শার্ট, গেবাডিন ও নিত্যনতুন জিন্স প্যান্ট সহ নানা রকমের ও ডিজাইনের পোশাক। তবে দাম একটু বেশি হলেও ক্রেতারা নিজেদের পছন্দের পোশাকটি কিনতে ভ‚ল করছেন না।
আরো জানা যায়, এবারের ঈদে প্যান্ট (জিন্স) বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৫ হাজার, প্যান্ট (গেভাডিন) ২শ’ থেকে ২৫ শ’, শার্ট ৩শ’ থেকে ২৫শ’, পাঞ্জাবী ৩শ’ থেকে ৩ হাজার, জুতা ২শ’ থেকে ৩ হাজার, বাচ্চাদের জামা ৪শ’ থেকে ৩ হাজার, থ্রি-পিস ৬শ’ থেকে ৮ হাজার, ও শাড়ি ১ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই জেলায়।

জেলা শহরের চক বাজার মসজিদ মার্কেটে ঈদের পোশাক ক্রয় করতে আসা জান্নাত আক্তারের সাথে কথা হয়। তিনি বলেন, এবারের ঈদে পোশাকের কালেকশন অনেক ভালো। তাই কয়েকটি দোকান ঘুরে পছন্দের পোশাকটি ক্রয় করছেন। তবে একই পোশাক এককে দোকানে একেক দাম হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ছোট শিশু ইকরা কিনেছেন গ্রাইন্ড জামা ও জুতা। ইকরা আম্মুর সাথে মার্কেটে আসতে ও পছন্দের জামা কিনতে পারায় অনেক খুশি সে। ইকরা বলেন, দোকানে সুন্দর সুন্দর জামা সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সবগুলো কিনে নেয়।

জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ত্রয়ী শখ এর মালিক বণিক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ এহতেশাম হায়দার বাপ্পি বলেন, বর্তমানে বেচাবিক্রি খুবই বেশি। এই বছর দেশি পোশাকের পাশাপাশি বিদেশী পোশাকেরও চাহিদা রয়েছে। তবে সুতি কাপড়ের চাহিদা একটু বেশি। তাছাড়া এখনো পর্যন্ত থ্রী-পিছের বিক্রি বেশি হচ্ছে। প্রতিদিনই ৪০ থেকে ৫০ হাজার টাকা বিক্রি হচ্ছে। ঈদের সময় যত ঘনিয়ে আসছে বিক্রি ততই বাড়ছে।
অন্য এক ক্রেতা সাইফুল ইসলাম বলেন, গত বছরের চেয়ে এবারের ঈদের পোশাকের দাম একটু বেশি। তাই পছন্দের পোশাকটি প্রিয়জনদের জন্য কিনতে একটু হিমশিম খেতে হচ্ছে। তবে নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক ভালো। তাই অনেক রাত পর্যন্ত বিপণি বিতানগুলোতে ঘুরে ঘুরে নিজের স্বার্ধের মধ্যে ঈদের পোশাক ক্রয় করার চেষ্টা করছি।

এদিকে জেলার সবচেয়ে উন্নতমানের কালেকশন রয়েছে শহরের অঙ্গশোভা শপিং মলে। এখানে পণ্য যেমন উন্নতমানের, তেমনি দামও চড়া। প্রতি বছরই বিক্রির শীর্ষে থাকেন এই প্রতিষ্ঠানটি। গতবছরও মার্কেটের সকল খরচ বাদ দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা লাভ করেছেন।
আলাপকালে মার্কেটটির মালিক মো. সেলিম জানান, মার্কেটে ক্রেতাদের ভিড় ও নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে। পণ্যর গুনগত মান ভালো, তাই দামও একটু বেশি। তবে ১০ থেকে ১৫% এর অধিক লাভ ধরা হয় না।

এদিকে শেষ সময়ে খুব ব্যস্থ সময় পার করছে দর্জিরা। অধিকাংশ দর্জিরা দোকানে নতুন অর্ডার নেওয়া বদ্ধ করে দিয়েছে। আগে নেওয়া কাজ গুলো শেষ করা নিয়ে ব্যস্ত তারা।
দর্জি শ্রমিক রাজু জানান, গত বছরের চেয়ে এবার কাজের চাপ বেশি। তাই তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। দিন-রাত কাজ করে যাচ্ছেন প‚র্বের অর্ডার নেওয়া কাজ গুলো সময়মত ডেলিভারী দেওয়ার জন্য ।

জাঁকজমকপূর্ণ আলো ঝলমলে মার্কেটে পোশাকের দাম আকাশচুম্বী হওয়ায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের একমাত্র ভরসা ফুটপাত। সেখান থেকে নিজেদের সাধ্যের মধ্যে সেরাটা খুঁজে নেন। পরিবারের সদস্য ও প্রিয়জনদের চাহিদা মেটান অনায়াসে।
ফুটপাত ব্যবসায়ী জাকির বলেন, আমাদের এসি ও লাইট খরচ নেই, খরচও কম, তাই অল্প লাভে বিক্রি করছি। সব বয়সি নারী-পুরুষ ও শিশুদের বিভিন্ন রংয়ের ও ডিজাইনের জামা কাপড় থাকায় এখানে ক্রেতাদের ভিড় ও বিক্রি বেশি। ঈদের সময় যতো কাছে আসবে বেচাকেনা ততই বাড়ছে। তবে এখানকার বেশিরভাগ ক্রেতাই নিম্ম ও মধ্যবিত্ত পরিবারের।

লক্ষীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, অতিরিক্ত দামে বিক্রি করছে কিনা সে বিষয়ে বণিক সমিতি বাজার মনিটরিং করছে। পূর্বের চেয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা ভালো হওয়ায় স্বাছন্দে কেনাকাটা করছে ক্রেতারা।

আসন্ন ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এ ব্যাপারে জানতে চাইলে ল²ীপুরের পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, রমজান ও ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন মার্কেটের সামনে পুলিশের পোর্স রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ক্রেতা ও বিক্রেতাদের সুবিদার্থে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জেলার নিরাপত্তার স্বার্থে গুরুত্বপ‚র্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। আর পুরো শহরটাই সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত,কেই কোন অপ্রীতিকর কিছু করে সারতে পারবে না।

এই পোস্ট শেয়ার করুন:

এই বিভাগের আরো খবর

নামাযের সময়

সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৮
  • ১২:০৮
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪৭
  • ৬:৪৪

বিগত মাসের খবরগুলি

শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১