বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

র‌্যাঙ্কিংয়ে আরও এগোলেন মুস্তাফিজ !

নিউজ ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে সদ্য প্রকাশিত আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। ৬০০ রেটিং পয়েন্ট কাটার মাস্টার এখন ১৫ নম্বরে।

ইনজুরি কাটিয়ে ফিরলেও এতদিন নিজেকে ভালোভাবে খুঁজে পাননি মুস্তাফিজ। তবে আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সেই ঘোর কেটে যায়। তিন ম্যাচে অংশ নিয়ে তুলে নেন প্রতিপক্ষের ৭ উইকেট। তবে শুধু উইকেট দিয়ে মুস্তাফিজকে বিশ্লেষণ করলো ভুল হবে, কেননা তার বলের সামনে স্বাচ্ছন্দ্যে ছিলেন না কোনো ব্যাটসম্যানই।

বাংলাদেশি বোলারদের মধ্যে অবশ্য র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে মুস্তাফিজ নন, ৬২০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া মুস্তাফিজের চেয়ে এক পয়েন্ট বেশি টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৪তম স্থানে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular