বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

র‌্যাঙ্কিংয়ের ফেদেরারের উন্নতি !

নিউজ ডেস্ক:

মিয়ামি ওপেনের ফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে শিরোপা জেতার পরে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে সুইস তারকা রজার ফেদেরার।

এদিকে পরাজিত হয়েও নাদালের অবস্থানেরও উন্নতি হয়েছে। স্প্যানিশ এই তারকাও দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। এদিকে জাপানীজ তারকা কেই নিশিকোরি তিন ধাপ নেমে বর্তমান র‌্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে রয়েছেন। নিশিকোরি মিয়ামি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ইতালির ফ্যাবিও ফোগনিনির কাছে পরাজিত হয়ে বিদায় নেন।

শীর্ষ ১০ এটিপি র‌্যাঙ্কিং :
১. এন্ডি মারে (বৃটেন)    ১১৯৬০ রেটিং পয়েন্ট
২. নোভাক জকোভিচ (সার্বিয়া)    ৭৯১৫
৩. স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড)    ৫৭৮৫
৪. রজার ফেদেরার (সুইজারল্যান্ড)    ৫৩০৫
৫. রাফায়েল নাদাল (স্পেন)    ৪৭৩৫
৬. মিলোস রাওনিক (কানাডা)    ৪৩৪৫
৭. কেই নিশিকোরি (জাপান)    ৪৩১০
৮. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া)    ৩৩৮৫
৯. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া)    ৩৩৮৫
১০. জো-উইলফ্রিড টিসোঙ্গা (ফ্রান্স)    ৩২৬৫

Similar Articles

Advertismentspot_img

Most Popular