আইসিসির ওয়ানডে র্যাকিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয়ে ওঠার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। তবে, সেই পথটা অনেক কঠিন। নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারানোর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ৫-০ ব্যবধানে হারলেই কেবল বাংলাদেশ এগিয়ে যাবে র্যাংকিংয়ে।
বরাবরই বাংলাদেশের প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দেশের মাটিতে আগের দুটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দুটিতেই তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার তাই নিউজিল্যান্ডের মাটিতে খেলা হওয়ার পরও আশাবাদী মাশরাফি-মুশফিকরা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। প্রথমটা ক্রাইস্টচার্চে। পরের দুটি ওয়ানডে নেলসনে ২৯ ও ৩১ ডিসেম্বর।
তিনটি ওয়ানডের সবগুলোতে জিতলেও র্যাংকিংয়ে এগোবে না বাংলাদেশ। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ সাত নম্বরে আছে। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশের রেটিং পয়েন্ট পাঁচ বেড়ে হবে ১০০।
আর আর ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ১০১। ফলে, এক রেটিং পয়েন্টের কারণে র্যাংকিংয়ে সাতে ওঠা হবে না বাংলাদেশের। তবে, এরপরেই শ্রীলঙ্কার পাঁচ ম্যাচের সিরিজ আছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেখানে পাঁচটি ম্যাচেই শ্রীলঙ্কা হেরে গেলে রেটিং পয়েন্টে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে যাবে বাংলাদেশ। ফলে, র্যাংকিংয়ে আসবে অগ্রগতি।