রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ ৩

0
2

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন রোহিঙ্গা গুরুতর দ্বগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে ক্যাম্পে দায়িত্বরত এক কর্মকর্তা জানিয়েছেন।

গুরুতর আহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশন এস-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ মুকুলের পুত্র মোঃ ইসমাইল (৬০), একই রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ইসমাইল স্ত্রী আমেন খাতুন (৫৫) ও মোহাম্মদ সুলতানের পুত্র আব্দুল শুক্কুর (৩৭)।

বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।

রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে বসবাসরত দুইজন রোহিঙ্গা এক গ্যাস সিলিন্ডার থেকে অন্য গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় সিগারেটের ধোঁয়া থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়।

জানা যায়, সকাল সাড়ে দশটার টার দিকে উখিয়ার ক্যাম্প-২০ এক্সটেনশনের এস-৩/বি-২ ব্লকে বসবাসরত মোঃ ইসমাইল ও আব্দুল শুক্কুর নামের দুইজন রোহিঙ্গা এক গ্যাস সিলিন্ডার থেকে অন্য গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় সিগারেটের ধোঁয়া থেকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন রোহিঙ্গা অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

পরবর্তী পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় ক্যাম্প অভ্যন্তরের থাকা ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শফিক বলেন, এ ধরনের কোন তথ্য জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাবো।